পিলিং সেট ব্যবহারের ক্ষেত্রে বিশেষ কিছু সতর্কতা- প্রোডাক্ট ব্যবহার করার সময় কিছু বিষয় লক্ষ্য রাখবেন।
১) আপনার স্কিনে কোন এলার্জির সমস্যা আছে কিনা?

২) টোনার দেয়ার পরের স্কিন ফুলে যাচ্ছে কিনা?

৩) রোদে গেলে স্কিন লাল অথবা ব্রাউন কালার হচ্ছে কিনা?

প্রথম দু থেকে চার দিনের মধ্যে যদি এই বিষয়গুলো স্বাভাবিকভাবে বাড়তে থাকে অথবা ঠিক না হয় তাহলে কিন্তু আপনার জন্য পিলিং সেটগুলো কমফোর্টেবল নাও হতে পারে। এ সমস্যাগুলা যাদের হয় তারা সব সময় সানস্ক্রিন ব্যবহার করবেন এবং সেটা যেন খুবই সফট একটা সানস্ক্রিন হয়। অতিরিক্ত মাত্রায় কোন প্রোডাক্ট এ ধরনের স্ক্রিনে ব্যবহার করা যাবে না। খুবই মাইল একটা ফেসওয়াশ অথবা সাবান দিয়ে ফেসটাকে ক্লিন রাখার চেষ্টা করবেন। পিলিং করা যদি খুব প্রয়োজন মনে করেন তাহলে যেকোনো একটা মাইল্ড ক্রিম ব্যবহার করতে পারেন সপ্তাহে দুদিন।
সুস্থ ও সুন্দর ত্বক আমাদের সকলের অধিকার।